Hossainpur Bridge, Hossainpur, Kishoreganj


সৌন্দর্য্যের আরেক নাম হোসেনপুর ব্রিজ। কিশোরগঞ্জ জেলা ও ময়মনসিংহ জেলা দ্বয়ের মধ্যে এক সুনিবিড় সম্পর্ক
বিনির্মানে যার ভূমিকা অপরিসীম। ব্রহ্মপুত্রনদীর উপরে দাড়িয়ে থাকা এই সেতু কেবল দুটি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয় প্রকৃতির সৌন্দর্যে এনেদিয়েছে এক অন্যমাত্রা। যে সৌন্দর্য্য এখন এলাকার লোক ব্যতিরেখে দূর-দূরান্ত থেকে ছুটে আসা পর্যটকদের কাছেও আনন্দের খোরাক। হোসেনপুর ব্রিজ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর ও ময়মনসিংহ জেলার গফরগাঁও এ অবস্থিত।দুইটি এলাকার মধ্যে, থানার মধ্যে, জেলার মধ্যে, দুই বিভাগের মধ্যে সম্পর্ক স্থাপন কারী এই ব্রিজ। যেমনি তার গুন তেমনি রূপ