গুরুদয়াল সরকারী কলেজ, কিশোরগঞ্জ





১৯৪৩ সনের ০৬ সেপ্টেম্বর গুরুদয়াল সরকারী কলেজ প্রতিষ্ঠিত হয়। সূচনা লগ্নে কলেজটি আর্থিক সংকটে পতিত হয় আর্থিক সংকটের কারণে কলেজের পাঠদান চালিয়ে যাওয়া খুব কষ্ট হচ্ছিল। এমন সময়ে এগিয়ে এলেন কিশোরগঞ্জের ভাটি এলাকার ইটনা থানার ধনপুর ইউনিয়নের কাটৈর গ্রামের মৎস ব্যবসায়ী গুরুদয়াল সরকার। তিনি বিনাশর্তে কলেজটি বাঁচিয়ে রাখার জন্য দান করলেন তখনার সময়ে এককালীন ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। বর্তমানে (১৯৪৩- ২০১৩) ৭১ বছর পর এর মূল্য কত হবে তা বলাই বাহুল্য। তার টাকায় কলেজের বর্তমান জায়গা খরিদ করে ভবন নির্মাণ করা হয়। তার বদান্যতার স্বীকৃতি সরুপ তার নামে কলেজের নামকরণ করা হয় ‘গুরুদয়াল কলেজ’।

অবস্থান: কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার পৌর এলাকায়া গুরুদয়াল সরকারী কলেজ অবস্থিত। কিশোরগঞ্জ জেলা বাসস্টেন্ড হতে ২ কিলোমিটার অদূরে। শহরের প্রাণ কেন্ত্র নরসুন্দার তীরে গুরুদয়াল সরকারী কলেজ অবস্থিত।

মানচিত্র

Privacy Preference Center

Necessary

Advertising

Analytics

Other