শাহ মাহমুদ মসজিদ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ


smmpk01
smm02
smmpk03
smmpk04
sah_mahmud_thumb
previous arrow
next arrow
smmpk01
smm02
smmpk03
smmpk04
sah_mahmud_thumb
previous arrow
next arrow

 

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের এগারসিন্দুর গ্রামে অবস্থিত নির্মাণ শৈলির এক অনন্য নিদর্শণ ঐতিহ্যবাহী শাহ মাহমুদ মসজিদ। মসজিদটি নির্মিত হয়েছিল ১৬৮০ খ্রি: দিকে সুবেদার শায়েস্তা খানের আমলে। মসজিদটিতে শায়েস্তা খান আমলের শিল্পরীতির বহি:প্রকাশ সহ স্থানীয় শিল্পরীতিরও প্রভাব রয়েছে। মসজিদের সামনের দেয়ালে সুন্দর পুরা মাটির চিত্রকর্ম রয়েছে। ধারনা করা হয় ১১৪৫ বাংলা সনের দিকে ঈশাঁখার অধস্তন পুরুষগণের পক্ষ থেকে জঙ্গলবাড়ীর দেওয়ানগণ এ মসজিদের জন্য ভূমি দান করেছিলেন। শাহ মাহমুদ মসজিদ মোঘল স্থাপত্তের উপর বাংলাদেশের স্থাপত্য শিল্পের এক অনন্য উদাহারণ।

 

যাতায়াত ব্যবস্থা:কিশোরগঞ্জ সদর থেকে ২২/২৩ কিলোমিটার অদূরে পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত এই ঐতিহ্যবাহী শাহ মাহমুদ মসজিদ।কিশোরগঞ্জের নগুয়া সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি বা অটোগাড়ি যোগে ৩০(ত্রিশ)টাকা ভাড়ায় পাকুন্দিয়া বাজার যেতে হবে।সিএনজি পরিবর্তন করে নতুন সিএনজি বা অটোগাড়ি যোগে ৩০(ত্রিশ)টাকা ভাড়ায় মঠথোলা বাজার থেকে প্রায় ০২(দু্ই)কিলোমিটার পশ্চিমে অথবা এর অবস্থান।

 

আবাসিক ব্যবস্থা:উক্ত স্থানের আশেপাশে রাতে অবস্থানের জন্য আবাসিক কোন হোটেল ব্যবস্থা নাই।তবে কিশোরগঞ্জ জেলা সদরের বড় বাজারে হোটেল ক্যাসেল সালাম (চাইনিজ ও আবাসিক), আওয়ামীলীগ অফিসের বিপরীতে হোটেল রিভার ভিউ (আবাসিক), রংমহল সিনেমা হলের বিপরীতে হোটেল হোটেল গাংচিল এ থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে। আরও রয়েছে হোটেল শ্রাবণী, হোটেল নরসুন্দা, হোটেল আল মোবারক, উজানভাটি সহ বেশ কিছু হোটেল।