শোলাকিয়া ঈদগাহ


দক্ষিণ এশিয়ার বৃহত্তর ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। উক্ত মাঠের অবস্থান  কিশোরগঞ্জ সদর থানার শোলাকিয়া নামক এলাকায় অবস্থিত। উক্ত ঈদগাহ মায়দানে প্রতি ঈদে প্রায় ২-৩ লক্ষ দেশি- বিদেশী মুসল্লি ঈদের জামাত আদায় করেন। ঐতিহ্যবাহী ঈদগাহটি ১৮২৮ খ্রি: হতে শুরু হয়ে বর্তমানে উপমহাদেশের সবচেয়ে বৃহত ঈদ জামাতের মাঠ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। মাঠের ভিতরে ২৬৫ টি কাতার রয়েছে।

 শোলাকিয়া ঈদগাহ জামে মসজিদ

.                                                   শোলাকিয়া ঈদগাহ জামে মসজিদ

 

Sholakia Eid-Gah

.                                                               ঈদগাহ্ বহি: প্রাঙ্গন

কিশোরগঞ্জের ঐতিহাসিক ঈদগাহ মাঠের ইতিহাস সম্পর্কে অনেক জনশ্রুতি রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ১৮২৮ খ্রি: এ মাঠের গোরাপত্তন হয়। একই বছর স্থানীয় সাহেব বাড়ীর (হয়বতনগর) জনৈক পুরুষ সৈয়দ আহমদ (রা:) তা’লা তার তালুক সম্পত্তিতে তাঁরই ইমামতিতে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে বীর ঈশাঁ খার অধ:স্তন বংশধর দেওয়ান মান্নান দাদ খানের বদান্যতায় এ মাঠের কলেবর বৃদ্ধি পায়।

sholakia_img_2

.                                                               ঈদগাহ্ ময়দান

যাতায়াত ব্যবস্থা: ঢাকার যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গোলাপবাগ ও মহাখালী বাস টার্মিনাল থেকে কিশোরগঞ্জগামী “অন্যন্যা সুপার” অথবা “যাতায়াত পরিবহন” এর মাধ্যমে নিয়মিত বিরতীতে বাস সেবা পাওয়া যায়। ট্রেন যোগাযোগ ব্যবস্থায় ঢাকা কমলাপুর হতে এগারসিন্দুর ও কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে কিশোরগঞ্জেে এসে গাইটাল বাসস্ট্যান্ড হতে প্রায় দু্ই কিলোমিটার দক্ষিণে অবস্থান ও রেলওয়ে ষ্টেশান থেকে এক কিলোমিটার অদূরে সিএনজি অথবা অটোরিক্সায় উক্ত মাঠে পৌছা যায়।

বি:দ্র: ঈদের দিন শোলাকিয়া মাঠের ঈদের জামাতের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন কর্তৃক শহরের অভ্যন্তরে সব রকম যান-বাহন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয় ।

আবাসিক ব্যবস্থা: কিশোরগঞ্জ শহরস্থ বড় বাজারে হোটেল ক্যাসেল সালাম (চাইনিজ ও আবাসিক), আওয়ামীলীগ অফিসের বিপরীতে হোটেল রিভার ভিউ (আবাসিক), রংমহল সিনেমা হলের বিপরীতে হোটেল হোটেল গাংচিল এ থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে। আরও রয়েছে হোটেল শ্রাবণী, হোটেল নরসুন্দা, হোটেল আল মোবারক, উজানভাটি সহ বেশ কিছু উন্নমানের হোটেল বিদ্যমান।