মায়া কানন পার্ক এন্ড রিসোর্ট, কিশোরগঞ্জ সদর


ফসলি জমির বুক কেটে যাওয়া কিশোরগঞ্জের লতিফাবাদ ইউনিয়নের বিশ্রুত মহাসড়কের পশ্চিম পাশে নির্জন অবিচ্ছিন্ন অবকাশ-চিত্তবিনোদনের জন্য মায়া কানন পার্ক এন্ড রিসোর্ট টেলে সাজানো হয়েছে । ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা সমকালীন কিশোরগঞ্জের আকর্ষণীয় স্থানের সাথে এই পার্কটি সগর্বে জায়গা করে নিয়েছে।

পার্কের প্রবেশ মূল্য ৫০ টাকা নির্ধারিত। পার্কে অত্যাধুনিক সুইমিং পুল,নাগরদোলা,প্যাডেল বোট,সুইং চেয়ার,ট্রেন রাইডসহ ওয়াটার ডান্স এর ব্যবস্থা আছে। দর্শনার্থীদের খাবার এর জন্য পার্কে ভেতরে মানসম্পন্ন খাবারের রেস্টুরেন্ট আছে।

যতায়ত ব্যবস্থা: মায়া কানন পার্ক এন্ড রিসোর্ট লতিবাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মাত্র ৩ কি.মি. দূরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে পশ্চিম পাশে অবস্থিত। মহাসড়ক সংলগ্ন হওয়ায় যেকোন মোটর যান চলাচলের সু্যিবস্থা আছে। তবে বড় গাড়ি পার্কি করার জন্য পর্যাপ্ত জায়গা নেই।

আবাসন ব্যবস্থা : পার্কের আশেপাশে কোন আবাসিক ব্যবস্থা নাই। তবে শহরের বড় বাজারে ক্যাসেল সালাম(চায়নিজ ও আবসিক) এবং স্টেশন রোড়ে রিভার ভিউ, উজান ভাটি, গাংচিল, হোটেল বোম্বে, হোটেল শ্রাবণী, হোটেল আল মোবারকসহ বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে।

Privacy Preference Center

Necessary

Advertising

Analytics

Other