এগারসিন্দুর শেখ সাদী মসজিদ,পাকুন্দিয়া,কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নামক স্থানে অবস্থিত এগারসিন্দুর শেখ সাদী মসজিদ। ১৬৫২ খ্রি:সম্রাট শাহজাহানের রাজত্বকালে এই মসজিদ নির্মিত হয়।
এগারসিন্দুর শেখ সাদী মসজিদ একটি দৃষ্টিনন্দন মসজিদ।এটি প্রাচীন ব্রহ্মপুত্র নদের বাকেঁ এগারনসিন্দুর দুর্গ এলাকায় জেলার অনন্য নিদর্শনের সাক্ষর বহন করে চলেছে। এর পোড়ামাটির চিত্রফলকের কাজগুলো,টেরাকোটার ব্যবহার, সর্পিল নকশা, জ্যামিতিক রেখাচিত্র, দ্বিকেন্দ্রিক কৌনিক খিলানসহ নানান কারুকার্যে সজ্জিত এই মসজিদ।
ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে মসজিদটির সংস্কার সাধন করা হয়েছে।যাদুঘর ও প্রত্নতত্ব অধিদপ্তর,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এটাকে সংরক্ষিত পুরার্কীতি হিসেবে ঘোষনা করা হয়।
যাতায়াত ব্যবস্থা:কিশোরগঞ্জ সদর থেকে ২২/২৩ কিলোমিটার অদূরে পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত এই ঐতিহ্যবাহী শাহ মাহমুদ মসজিদ।কিশোরগঞ্জের নগুয়া সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি বা অটোগাড়ি যোগে ৩০(ত্রিশ)টাকা ভাড়ায় পাকুন্দিয়া বাজার যেতে হবে।সিএনজি পরিবর্তন করে নতুন সিএনজি বা অটোগাড়ি যোগে ৩০(ত্রিশ)টাকা ভাড়ায় মঠথোলা বাজার থেকে প্রায় ০২(দু্ই)কিলোমিটার পশ্চিমে অথবা এর অবস্থান।
আবাসিক ব্যবস্থা:উক্ত স্থানের আশেপাশে রাতে অবস্থানের জন্য আবাসিক কোন হোটেল ব্যবস্থা নাই।তবে কিশোরগঞ্জ জেলা সদরের বড় বাজারে হোটেল ক্যাসেল সালাম (চাইনিজ ও আবাসিক), আওয়ামীলীগ অফিসের বিপরীতে হোটেল রিভার ভিউ (আবাসিক), রংমহল সিনেমা হলের বিপরীতে হোটেল হোটেল গাংচিল এ থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে। আরও রয়েছে হোটেল শ্রাবণী, হোটেল নরসুন্দা, হোটেল আল মোবারক, উজানভাটি সহ বেশ কিছু হোটেল।