ঈশা খাঁ জাদুঘর, করিমগঞ্জ,কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেললার জঙ্গলবাড়ী এলাকায় বাংলার বার ভূইঁয়াদের এক ভূইঁয়া বীর ঈশাখাঁর বাড়ী অবস্থিত।ঈশাখাঁ দরবার মহল ঈশা খাঁর রাজত্ব কালে এই স্থানে তিনি তার রাজধানী স্থাপন করেন। তিনি এ স্থান থেকে তাঁর দরবার পরিচালনা করতেন। ১৬ শতকের চতুর্থপাদে মুঘলদের নিকট ঈশাখাঁ পরাজিত হয়ে জঙ্গলবাড়ী এলাকায় আগমন করেন এবং ঈশাখাঁ লক্ষণ হাজর রাজধানী জঙ্গলবাড়ী আক্রমণ করে দখল করেন। এটি কিশোরগঞ্জের তথা বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত।
দরবার গৃহ
জঙ্গলবাড়ী দুর্গ মসজিদ
মাজার শরীফ
ঈশাখাঁ বাড়ীর(জঙ্গলবাড়ী )পুকর
যাতাবায়ত ব্যবস্থাঃ কিশোরগঞ্জ জেলা আন্তঃনগর বাস টার্মিনাল (গাইটাল) হতে সিএনজি অথবা অটোরিক্সায় শহরের শেষ প্রান্ত একরামপুর, একরামপুর হতে সিএনজি অথবা অটোরিক্সায় সরাসরি ঈশা খাঁ যাদুঘরে যাওয়া যায়।
দূরত্বঃ গাইটাল বাসটার্মিনাল হতে ঈশা খাঁর যাদুঘর প্রায় ৭ কিলোমিটার।
আবাসিক হোটেলঃ গাংচিল, উজানভাটি, নিরালা, ক্যাসেল সালাম। অবস্থানঃ গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ।
Geographical Location